আসছে ঈদকে ঘিরে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘২১ বছর পর’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন, মুনিরা মিঠু প্রমুখ।
সম্প্রতি রাজধানীর উত্তরায় শেষ হয়েছে নাটকটির শুটিং।
নাটকের গল্পে দেখা যাবে, দাম্পত্য জীবনে কলহের কারণে আলাদা হয়ে যান বাবা-মা। সেই সংসারের একমাত্র ছেলে অপূর্বকে নিয়ে অনেক দূরে চলে যান তার বাবা। যার কারণে অপূর্বর ছোটবেলা থেকে শুরু করে শৈশব, কিশোর বয়স সবই কাটে মাকে ছাড়া।
মায়ের আদর, ভালোবাসা পাননি বললেই চলে। অল্প বয়সেই বঞ্চিত হন মায়ের ভালোবাসা থেকে। অসহায় মা তার ছেলেকে খুঁজতে থাকে বছরের পর বছর, কিন্তু খুঁজে পায় না। দীর্ঘ ২১ বছর পর দেখা হলো মা-ছেলের। তারপর ঘটে নতুন কাহিনি।
নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ‘গল্প, চিত্রনাট্য আমারই। এই গল্পটা খুবই ইমোশনাল। মা-ছেলের ভালোবাসার এক নিদর্শন দেখানো হয়েছে এখানে। মায়ের চরিত্রে রয়েছেন মুনিরা মিঠু আপা আর ছেলের চরিত্রে অপূর্ব ভাইয়া।
দর্শক সুন্দর একটি গল্পের কাজ দেখতে পারবে। মায়ের ভালোবাসা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিছুটা হলেও অনুধাবন করতে পারবে।’
নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন পরিচালক।