ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশে পারিশ্রমিকের নতুন রেকর্ড ব্রাজিলের রবিনিয়োর
Published : Thursday, 15 July, 2021 at 1:45 PM
বাংলাদেশে পারিশ্রমিকের নতুন রেকর্ড ব্রাজিলের রবিনিয়োরব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে থেকে ধারে বসুন্ধরা কিংসে খেলতে এসে সুনাম কুড়িয়েছেন রবিনহো। এবারের প্রিমিয়ার লিগে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে তার নাম আছে। আজই (বৃহস্পতিবার) ছিল কিংসের সঙ্গে তার চুক্তির শেষ দিন। তবে আশার কথা, এই উইঙ্গারের সঙ্গে আগের চেয়ে বেশি পারিশ্রমিকে আগামী তিন মাসের জন্য চুক্তি করেছে ঢাকার ক্লাবটি।

মূলত এবার আগামী আগস্টে এএফসি কাপের জন্য তিন মাসের চুক্তি বাড়িয়েছে কিংস। আর এজন্য রবিনিয়োকে মাসিক ২০ হাজার ডলারের মতো পারিশ্রমিক দিতে হবে। যা বিদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ বেতন।

কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রবিনিয়ো আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। আমরা এএফসি কাপে আগের কম্বিনেশন ধরে রাখতে চাইছি। সেই লক্ষ্যে আগামী তিন মাসের জন্য নতুন করে চুক্তি করা হয়েছে। আগের চেয়ে এবার পারিশ্রমিক বেড়েছে রবিনিয়োর।’

তবে আগামী ঘরোয়া মৌসুমে রবিনিয়োকে দেখা যাবে কিনা তা নিয়ে কিছুটা জটিলতা আছে। ফ্লুমিনেন্সে থেকে সরাসরি আনতে হলে ট্রান্সফার ফি দিতে হবে ২ মিলিয়ন ডলার। যা বেশ ব্যয়বহুল। তাই কিংস সময়ের হাতে ছেড়ে দিতে হচ্ছে সবকিছু। এছাড়া দলে অন্য বিদেশিদের থাকা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই।