ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঈদের পর এসএসসি-এইচএসসির ফরম পূরণ
Published : Thursday, 15 July, 2021 at 2:00 PM
ঈদের পর এসএসসি-এইচএসসির ফরম পূরণপবিত্র ঈদুল আজহার পর এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। অনলাইনে ফরম পূরণের পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেয়া হবে। ফলে কোনো শিক্ষার্থীকে তাদের প্রতিষ্ঠানে যেতে হবে না।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এমন কথা জানান।

দীপু মনি বলেন, ‘এবার যেহেতু কম বিষয়ে পরীক্ষা নেয়া হবে সেক্ষেত্রে ফরম পূরণেও অল্প টাকা দিতে হবে। অনলাইনে মাধ্যমে ফরম পূরণ করা হবে। এতে করে কারো ঝুঁকি থাকবে না।’

অনিয়মিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নিয়মিত শিক্ষার্থীদের মতোই যারা এক বা দুই বিষয়ে পরীক্ষা দেবে তাদেরকেও অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতিতে তাদেরকে মূল্যায়ন করা হবে।’

কোভিড ১৯ পরিস্থিতির অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত বছরের ডিসেম্বরে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছিল। এখন টিকাদান আয়োজন ব্যপকহারে শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সীমিত পরিসরে পরীক্ষার আয়োজন করা হবে।’