শুক্রবার থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বেলা দেড়টায় হারারে স্পোর্টস গ্রাউন্ডে ম্যাচটি মাঠে গড়াবে। কিন্তু ম্যাচ শুরুর ২৪ ঘণ্টার কম সময় থাকলেও বাংলাদেশ দল জানেই না তারা কাদের বিপক্ষে খেলবে! কারণ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এখনো তাদের ওয়ানডের দলই ঘোষণা করেনি।
তাই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বিস্ময় প্রকাশ করলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ‘হয়তো টসের সময় জানবো। কাল আমরা কাদের বিপক্ষে (শুক্রবার) খেলবো, তা তো জানিই না। আমি প্রশ্নের উত্তর দিতে পারছি না। প্রথম বল হওয়ার ২৪ ঘণ্টাও বাকি নেই, অথচ আমরা দলই জানতে পারিনি।’
সে কারণে পরিস্থিতিটা অস্বাভাবিক লাগছে তামিমের, ‘(দল না ঘোষণা করা) একটু ভিন্ন লাগছে আমার কাছে। কারণ ২৪ ঘণ্টাও বাকি নেই। সাধারণত এই সময়ে টিম মিটিং করা হয়। যদি দলই না জানেন, কাকে নিয়ে আপনি দল করবেন, আমি তাই বুঝতে পারছি না। এটা বেশ বিস্ময়কর লাগছে।’
টেস্ট সিরিজের আগে আত্মীয়দের দেখতে গিয়ে জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যেতে হয়েছিল জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ক্রেইগ আরভিন, শন উইলিয়ামসকে। তারা কি ওয়ানডে দলে ফিরছেন? এদের ব্যাপারেও কিছু জানেন না বাংলাদেশ অধিনায়ক, ‘তাদের খেলার ব্যাপারে আসলে আমার কিছু বলার নেই। আমি যতটুকু জানি কোনও খেলোয়াড়কে খেলতে হলে আমরা যে হোটেলে আছি, সেখানে ১০ দিন কোয়ারেন্টিন করতে হয়। আমি এখন পর্যন্ত তাদের দেখিনি। এটা আসলে আমাদের দিক থেকে কোভিড প্রোটোকল যারা মেইন্টেন করে, তারা ভালো বলতে পারবে।’