ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টিকার জন্য আবেদন বিদেশগামী সাড়ে ১০ হাজার শিক্ষার্থীর
Published : Thursday, 15 July, 2021 at 8:19 PM
টিকার জন্য আবেদন বিদেশগামী সাড়ে ১০ হাজার শিক্ষার্থীরপড়াশুনার জন্য বিদেশ যেতে  ইচ্ছুক  সাড়ে ১০ হাজার ছাত্র-ছাত্রী টিকার জন্য আবেদন করেছেন।

গত মঙ্গলবার (১৩ জুলাই) এই সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশের  পর বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৩টা পর্যন্ত এসব ছাত্র-ছাত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এরমধ্যে চীনে যেতে ইচ্ছুক  চার হাজার ৩শ’, কানাডায় এক হাজার  ৪শ’, যুক্তরাজ্য ও ভারতে প্রায় ৮শ’ এবং যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ৪শ’ জন টিকার আবেদন করেন।

এরইমধ্যে ৪ হাজার ২৫০ জনের আবেদন যাচাই-বাছাই শেষে টিকার নিবন্ধনের জন্য আইসিটি বিভাগকে  দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট আবেদনের  মধ্যে প্রায় ৪শ’ টি আবেদন অসম্পূর্ণ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করে তাদের আবেদনগুলোও  সম্পূর্ণ করা হবে।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘বিদেশে যারা পড়তে যাবেন, তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।’

তিনি বলেন,  ‘যারা  আবেদন করছেন তারা যাচাই-বাছাই করে সম্পূর্ণভাবে পূরণ করলে, আমাদেরও পরিশ্রম কম হয় এবং ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধা হয়।’