আসন্ন টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানো টেনিস খেলোয়াড়দের তালিকা আরও লম্বা হলো। সবশেষ প্রতিযোগিতাটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জার্মান তারকা আঞ্জেলিক কেরবার। ব্যস্ত সূচির মাঝে বিশ্রাম নেওয়ার উদ্দেশে এই সিদ্ধান্ত বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী কেরবার। ২০১৬ রিও অলিম্পিকে মেয়েদের এককে রুপা জিতেছিলেন তিনি।
৩৩ বছর বয়সী এই খেলোয়াড়ের গ্রাস কোর্টের মৌসুমে এবার বেশ ব্যস্ত সময় কেটেছে। গত এক মাসে তিনটি টুর্নামেন্টে অংশ নেন তিনি। হোমবুর্ক ওপেন জয়ের পর উইম্বলডনে ওঠেন সেমি-ফাইনালে।
করোনাভাইরাস মহামারীতে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক শুরু হবে আগামী ২৩ জুলাই। এর আগে প্রতিযোগিতাটিতে অংশ না নেওয়ার ঘোষণা দেন রাফায়েল নাদাল, রজার ফেদেরার, ডমিনিক টিম, সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেপ ও বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। কোভিড পজিটিভি হওয়ায় খেলতে পারবেন না ব্রিটেনের ড্যান ইভান্স ও ইয়োহানা কন্তা।