ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইনজুরিয়ে নিয়ে কীভাবে খেলবেন, জানালেন তামিম
Published : Thursday, 15 July, 2021 at 8:54 PM
ইনজুরিয়ে নিয়ে কীভাবে খেলবেন, জানালেন তামিমজিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের খেলার সম্ভাবনা ক্ষীণ। কারণ ইনজুরি। অপর দিকে মুশফিকুর রহিমও ফিরে এসেছেন বাংলাদেশ। ভিসা জটিলতায় পেসার রুবেল হোসেন জিম্বাবুয়ে পৌঁছাতে না পারায় বাংলাদেশ শিবিরে বিরাজ করছে অস্বস্তি। তাদের সঙ্গে অধিনায়ক তামিম ইকবালের ফিটনেসও ভাবাচ্ছে খুব। পুরোপুরি ফিট না হওয়ায় ঝুঁকিমুক্ত থেকে ম্যাচ খেলার চেষ্টা করবেন তামিম।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নিজের শারীরিক অবস্থার কথা জানান তামিম, ‘ম্যানেজ করার চেষ্টা করছি, ঝুঁকিমুক্ত থেকে যতটুকু খেলা সম্ভব হয়। হাঁটুর ইনজুরি হলে একটা সমস্যার সম্মুখীন হতে পারি। কাল (শুক্রবার) ট্যাপিং করে যতটুকু ব্যাটিং করেছি, সমস্যা হয়নি। ফিল্ডিংও খুব বেশি করিনি অবশ্য। একটু ম্যানেজ করে আশা করি এই সিরিজ পার করতে পারবো। তারপরে নেক্সট আপনারা জানবেন।’

এই পরিস্থিতিতে মুশফিকের দেশে ফিরে আসা, মোস্তাফিজ এবং তামিমের পুরো ফিট না থাকাটা দলে কতটা প্রভাব ফেলতে পারে? এমন প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘আমরা সবসময় পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারি এমন নয়। আর আমাদের পরিস্থিতি মেনে নিতে হবে। মুশফিকের পরিস্থিতি দেখুন বা মোস্তাফিজের চোট- এগুলো নিয়ন্ত্রণে নেই। এজন্যই ১৬-১৭ জন রাখা হয় স্কোয়াডে। যারা স্কোয়াডে আছে সবাই যোগ্য।’