হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৩০০ ছাড়াল
Published : Friday, 16 July, 2021 at 12:00 AM
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বর্তমানে রাজধানীর সরকারি হাসপাতালে ২৯৯ জন এবং বেসরকারি হাসপাতালে চারজনসহ মোট ৩০৩ জন রোগী চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১৫জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮১। তাদের মধ্যে রাজধানীতে ৭৯ জন ও ঢাকার বাইরে দুজন ভর্তি হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৩ জন ও বেসরকারি হাসপাতালে ৬৬ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৫ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৯৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯০ জন।
চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন এবং ১৫ জুলাই পর্যন্ত ৬২৩ জন রোগী ভর্তি হয়েছেন।