দাউদকান্দিতে এবার ২০টি অস্থায়ী কোরবানী পশুর হাট
Published : Friday, 16 July, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবার দাউদকান্দিতে ২০ টি অস্থায়ী পশুর হাট বসবে। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পশুর হাটে ক্রয় বিক্রয় হবে। নির্ধারিত স্থানে পশুর হাট বসবে এর বাহিরে কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না বলে ইউএনও জানান।
এদিকে দাউদকান্দির বিভিন্ন অস্থায়ী পশুর হাট পরিদর্শন করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা বলেন, পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব যেনো বজায় থাকে সে ব্যাপারে পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার্থে হাটগুলো কঠোর নজরদারি করবে পুলিশ।
দাউদকান্দির ২০টি অস্থায়ী কোরবানী পশুর হাটগুলো হলো, দাউদকান্দি উত্তর হাসনাবাদ, গোয়ালমারী, জুরানপুর কমপ্লেক্স, দৌলতপুর পালের বাজার, কানাছোয়া, বিটেশ্বর, নৈয়ার,বরকেটা মলয়,সুন্দলপুর, শহীদ নগর, গৌরীপুর বাজার, মালীগাঁও কালাসোনা, বায়নগর,ইলিয়টগঞ্জ উত্তর কুশিয়ারা, মারুকা চক্রতলা, খামারবাড়ি,পাঁচগাছিয়া শ্রীরায়েরচর, পদুয়া খালিশা ও মোহাম্মদপুর এবং দাউদকান্দি পৌরসভার কেডিসি মাঠ।