এবারের ঈদেও বন্ধ থাকছে চিড়িয়াখানা
Published : Saturday, 17 July, 2021 at 12:00 AM
মহামারি করোনা ভাইরাসের কারণে এবারের (ঈদুল আজহা) ঈদেও বন্ধ থাকছে জাতীয় চিড়িয়াখানা। গত দুই ঈদেও বন্ধ ছিল।
এবারও বিনোদন প্রেমিদের যাওয়া হচ্ছে না চিড়িয়াখানায়।
শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘লকডাউন’ শিথিল হলেও করোনার কারণে এবারের ঈদেও বন্ধ থাকছে চিড়িয়াখানা। এখন পর্যন্ত সমস্ত বিনোদন কেন্দ্র বন্ধ আছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সব বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
৩১টি গরু নিয়ে লৌহজংয়ে ট্রলারডুবি
মুন্সীগঞ্জের লৌহজংয়ের ধহরি খালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি গরুবাহী ট্রলার ডুবে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় ২৪টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত উদ্ধার করা হয়েছে একটি। বাকি ছয়টি গরুসহ ট্রলারটি এখনও উদ্ধার করা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে গরুবোঝাই করে একটি ট্রলার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। লৌহজংয়ের ধহরি খালে আসলে অপরদিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ৩১টি গরু নিয়ে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে থাকা লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ২৪টি গরুর রশি কেটে পারে উঠায়। মৃত অবস্থায় উদ্ধার করা হয় একটি গরু। এখনও ছয়টি গরু ও পশু বহনকারী ট্রলারটি নিখোঁজ রয়েছে। এ সময় ট্রলারে থাকা চারজন গরু ব্যবসায়ী আহত হলে তাদেরকে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। লৌহজং থানা পুলিশ বালুবাহী বাল্কহেডটি আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আমজাদ হোসেন জানান, লৌহজং থানা পুলিশ আমাদের খবর দিলে ঘটনাস্থলে উদ্ধার কাজের জন্য ডুবুরি দল পাঠানো হয়েছে।