দেবীদ্বারে বিধবা, স্বামীপরিত্যাক্তাদের নিয়ে প্রবাসীর ব্যতিক্রমী উদ্যোগ
Published : Saturday, 17 July, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
শুক্রবার বেলা ১১টায় সামাজিক দূরত¦ বজায় রেখে দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকারের অর্থায়নে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৮০ জন বিধবা ও বিপদগ্রস্ত স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে এক মাসের পরিপূর্ণ খাদ্য উপহার বিতরণের ব্যতিক্রমী আয়োজন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, ডাঃ ফেরদৌস খন্দকার শুধু দেবীদ্বার, কুমিল্লা বা বাংলাদেশেই নয় সারা বিশে^র বাংলা ভাষাভাষিদের মাঝে করোনাকালীন গণসচেতনতায় অভূতপূর্ব ভূমিকা পালনে অবদান রেখে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন।
বিশেষ অতিথি সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ বলেন, দেবীদ্বার উপজেলার অসহায় দরিদ্র ও কর্মহীন, বিপদগ্রস্থ ও বিধবা মানুষের জন্য একজন আলোক বর্তিকা ও দেবদূতের মতো আভির্ভূত হয়েছেন মানবতার ফেরিওয়ালাখ্যাত এ করোনা যোদ্ধা আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার। তিনি সুদূর আমেরিকা থেকেও বাংলাদেমের মানুষের সেবায় করোনা রোগীদের জন্য ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবায় নিয়োজিত ‘পাশে আছি কোভিড-১৯ সেবা’র কন্ট্রোলরুম প্রতিষ্ঠা করেন। ওই কন্ট্রোলরুম নিয়ন্ত্রণে একদল সেচ্ছাসেবী, তরুন চিকিৎসকদল এ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ঔষধ, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, পিপিই, খাদ্য সহায়তা, মৌসুমী ফল ফলাদীসহ রাতদিন ২৪ ঘন্টা বিনামূল্যে করোনা রোগীদের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি দেবীদ্বারের বাহিরেও তিনি পুলিশ বাহিনীর সদরদপ্তর, ঢাকা মেডিকেল কলেজ সহ সারাদেশেই করোনাযোদ্ধাদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করে আসছেন।
বিশেষ অতিথি দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, করোনা যোদ্ধা ডাঃ ফেরদৌস খন্দকার করোনা মহামারীর শুরুথেকে চিকিৎিসা সামগ্রী, ঔষধ, খাদ্য, অর্থ ছাড়াও দেবীদ্বার এলাকার জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, প্রতিটা বাড়ির আঙ্গীনাকে অক্সিজেন ফ্যাক্টরী তৈরীতে বৃক্ষরোপন কর্মসূচি, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষার উপকরণ, গৃহহীনের গৃহায়ন, স্বাস্থ্য ও চক্ষুসেবায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প তৈরিসহ নানাভাবে মানুষের পাশে রয়েছেন। করোনা সামগ্রী ছাড়াও উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যবিভাগের করোনা যোদ্ধাদের ছাতা উপহার দিয়েছেন।
বিশেষ অতিথি কুমিল্লা জেলা রোভার স্কাউটের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন বলেন, বিভিন্ন মসজিদ- মন্দিরে সহায়তা প্রদান, ৫শত দরিদ্র রিক্সা-ভ্যান শ্রমিকের মাঝে চাউল সহায়তা প্রদান, বেদে, শিক্ষক, ঋষি, সাংবাদিক, হিন্দুসম্পদায় ও পুরুহীত পরিবারের মাঝে ৩ থেকে ৫ হাজার টাকা সমপরিমাণ সামগ্রী দিয়ে সহায়তা প্রদান, অসহায় দরিদ্র পরিবারের পঙ্গু, কিডনি ও ক্যান্সারে আক্রান্তদের উন্নত চিকিৎসায় আর্থিক সহযোগীতা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দরিদ্রদের ঘরের আসবাব সামগ্রী প্রদান, হাঁস-মুরগী ও গরু-ছাগল পালনে সহায়তাদান। গত শীতে শত শত পরিবারের মাঝে শীত কম্বল বিতরণ, রমজান মাসে প্রতি দিন ২শত ভ্যান ও রিক্সাচালকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, বিশ^বাসীর নিকট দেবীদ্বারকে পরিচিত করতে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, যুব- তরুণদের মাদক মুক্ত রাখতে ‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার মাধ্যমে বিভিন্ন খেলাধুলা ও টুর্নামেন্টের আয়োজন করেন।
সংগঠক কাউছার হায়দার বলেন, করোনা মহামারীর প্রাদূর্ভাবের প্রথম ধাপেও করোনায় আক্রান্ত রোগীরা হোম কোয়ারইন্টেনে থাকা অবস্থায় সেল ফোনে রোগীদের পরামর্শ¦দান, আমেরিকা প্রবাসী বাঙ্গালী কমিউনিটিতে থাকা করোনায় আক্রান্ত রোগীদের নানাভাবে পরামশর্^সহ সহায়তাদান, তার নিজস্ব একটি অনলাইন পোর্টালে দেশ বিদেশে থাকা বাঙ্গালীদের করোনাকালে করনীয় এবং স্বাস্থ্যসেবা নিয়ে প্রতিদিন আলোকপাত করেছেন, যা এখনো অব্যাহত আছে। এছাড়াও স্বাস্থ্য সেবায় ফ্রী মেডিকেল টিম সার্ভিস এবং দেবীদ্বারের জন্য বিনামূল্যে ৩টি উন্নতমানের কনসেন্টেটর প্রদান করেছেন।
নারী উদ্যোক্তা মিতা চৌধুরী বলেন, আমেরিকা প্রবাসী মানবতার ফেরিওয়ালাখ্যাত, করোনাযোদ্ধা ডাঃ ফেরদৌস খন্দকার শুধু করোনা সহযোগিতাই নয়, তিনি দেবীদ্বারের বিপুল সংখ্যক নারী ও পুরুষ উদ্যোক্তা সৃষ্টি করেছেন, রান্না প্রশিক্ষণ, পাটের সামগ্রী তৈরির প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণে প্রশিক্ষিত করা, অসহায়দের সেলাই মেসিন, কৃষকের কৃষিকাজে চাষাবাদের জন্য বিনামূল্যে ট্রাক্টর বিতরণ সহ নানা উপকরণ দিয়ে কয়েকশত নারী-পুরুষকে স্বাবলম্বী করেছেন। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসেবার উপর প্রশিক্ষণ দিয়েছেন।
দেবীদ্বারের করোনা রোগীদের জন্য ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবায় নিয়োজিত ‘পাশে আছি কোভিড-১৯ সেবা’র কন্ট্রোলরুম ইনচার্জ সাহিনূর লিপি’র সভাপতিত্বে এবং কাউছার হায়দার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা র্নিবাহী কর্মকর্তা রাকিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা কলেজ’র অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, অফিসার ইনচার্জ দেবীদ্বার থানা আরিফুর রহমান, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, কুমিল্লা জেলা রোভার স্কাউট’র যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন, বাংলাদেশ শিক্ষাসেবা ফাউন্ডেশন দেবীদ্বার শাখার সাধারণ সম্পাদক মাহাবুব আলম।
পরে তালিকাভূক্ত ১৮০ জন বিধবা ও বিপদগ্রস্ত স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে এক বস্তা চাউল, তিন কেজি পেয়াজ, দুই লিটার তৈল, পাঁচ কেজি আলু, মসুর ডাল দুই কেজি, এক কেজি চিনি, দুই প্যাকেট সেমাই এবং যাতায়ত খরচের দুইশত টাকাসহ একমাসের পরিপূর্ণ খাদ্য উপহার বিতরণ করা হয়।