ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুই দিনে ঢাকা ছেড়েছে ১৭ লাখ মোবাইল সংযোগ
Published : Sunday, 18 July, 2021 at 8:48 PM
দুই দিনে ঢাকা ছেড়েছে ১৭ লাখ মোবাইল সংযোগগত দুই দিন অর্থাৎ ১৫ ও ১৬ জুলাই ঢাকা ছেড়েছে মোট ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ মোবাইল সংযোগ (সিম)। ঈদুল আজহা উপলক্ষে এসব সংযোগের মালিক ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এ বিষয়ে রোববার (১৮ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এই দুই দিনে গ্রামীণফোনের ৭ লাখ ৭৪ হাজার ৮৮৪টি, রবির ৩ লাখ ৪২ হাজার ৮২টি, বাংলালিংকের ৪ লাখ ৬৪ হাজার ৪৯২ টি এবং টেলিটকের ১ লাখ ১২ হাজার ২২৯টি সিম ঢাকার বাইরে গেছে।’

তিনি বলেন, ‘এটা মূলত ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব। লোকজনের হিসাব নয়। কারণ ১৮ বছরের নিচে অনেকেই গেছেন কিন্তু তাদের সিম নেই। আবার একেকজনের কাছে দু-তিনটা করে সিম। কারও স্বামীর দুই-তিনটা সিম কিন্তু বউয়ের একটি। আবার অনেক পরিবারে শিশু আছে; তাদের মোবাইল ও সিম নেই।’’

সরকারি তথ্য অনুযায়ী মোবাইল ফোনের সংযোগে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের সংযোগ সংখ্যা ৮ কোটি ৭৫ লাখ। রবির রয়েছে ৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার সংযোগ। যা দ্বিতীয় স্থান। অন্যদিকে বাংলালিংক আছে তৃতীয় স্থানে। তাদের সংযোগ সংখ্যা ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার। আর টেলিটকের সংযোগ সংখ্যা ৫৬ লাখ ৫৭ হাজার।