Published : Sunday, 18 July, 2021 at 8:11 PM, Update: 18.07.2021 8:13:19 PM
কুমিল্লার বরুড়া উপজেলা পৌর সদরে ১৮ জুলাই রবিবার লাশ দাফনে বাঁধা দিয়ে দু'ঘন্টা আটকিয়ে রাখে। পুলিশ এসে লাশ দাফনের ব্যবস্থা করে।
থানা সুত্রে জানা যায় ,বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমন ট্রের্ডাসের স্বত্বাধিকারী মোঃ আবদুল লতিফ শনিবার রাতে ঢাকা একটি হাসপাতালে মারা যায়। বাদ আসর বরুড়া পুরাতন মাদরাসায় জানাজার হওয়ার কথা। বিকেল ৩ টা ৫০ মিনিটের সময় লাশবাহী এম্বুলেন্সে আবদুল লতিফের মৃত দেহ নিয়ে বরুড়া বাজার আসলে সদর দক্ষিণ উপজেলা কোর্টবাড়ির হারুনুর রশিদের নেতৃত্বে কয়েকজন লোক এসে স্হানীয় কয়েকজনের সহোযোগিতা নিয়ে লাশ আটকিয়ে দেয়। আবদুল লতিফ কোর্টবাড়িতে তাদের কাছে আড়াই শতক জায়গা বিক্রি করে এবং জায়গা বুঝিয়ে দিলে ও কয়েক বছর যাবৎ দলিল টি সম্পাদন করে দেননি।
এতে ক্ষিপ্ত হয়ে লাশ আটকিয়ে দেয় বলে জানা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনার স্হলে এসে লাশ উদ্বার করে জানাজা ও দাপনের ব্যাবস্হা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম ঘটনাস্থলে সাথে সাথে চলে আসেন।
তিনি বলেন আগে লাশ দাফন হবে পরে কথা শুনবো। এতে করে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের ভুমিকাকে সাধারণ মানুষ ভালো চোখে দেখেছে। আবদুল লতিফের গ্রামের বাড়ি ভবানীপুর ইউনিয়ন উত্তর শালুকিয়া গ্রামে।সে মরহুম হাজী আলী মিয়ার ছেলে।