কুমিল্লায় নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৫৫৬জন। কুমিল্লায় এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত ১৩ জুলাই একদিনে ৫৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সেটি এখন জেলার জন্য দ্বিতীয় করোনায় আক্রান্তের রেকর্ড। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ এবং পাঁচজন নারী। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬০০ জনে। রবিবার (১৮ জুলাই) কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় এক হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত হয়ে ১৮৭ জন। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২০ হাজার ৮১০। এদের মধ্যে সুস্থ হয়েছ ১৩ হাজার ৫৮জন এভং মৃত্যু হয়েছে ৬০০ জনের।
রবিবার আক্রান্ত ৫৫৬ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১৮৭ জন, আদর্শ সদরে ২৩ জন, সদর দক্ষিণে ১২, বুড়িচংয়ে ৩৫, ব্রাহ্মণপাড়ায় ১৮, চান্দিনায় ১৭, চৌদ্দগ্রামে ১৪, দেবিদ্বারে ৩৯, দাউদকান্দিতে ২৭, লাকসামে ৩২, লালমাইয়ে ১৫, নাঙ্গলকোটে ২৮, বরুড়ায় ২১, মনোহরগঞ্জে ১৮, মুরাদনগরে ৪৬,তিতাসে একজন, মেঘনা দুইজন ও হোমনায় ২১জন শনাক্ত হয়েছেন।
এদিকে রবিবার মারা যাওয়া ১৩ নারী ও পুরুষের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় তিনজন, নাঙ্গলকোট, লালমাই, তিতাস, আদর্শ সদর, বুড়িচং, চৌদ্দগ্রাম, হোমনা, লাকসামে একজন করে এবং মুরাদনগররে দুইজন।