ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনায় একদিনে ৭ নারীর মৃত্যু
২০ হাজার ছাড়ালো সংক্রমণ
Published : Sunday, 18 July, 2021 at 12:00 AM, Update: 18.07.2021 12:27:46 AM
কুমিল্লায় করোনায় একদিনে ৭ নারীর মৃত্যু মাসুদ আলম।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় একদিনে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। মারা ব্যক্তিদের সকলেই নারী। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই প্রথম একদিনেই ৭ নারীর মৃত্যুর ঘটনা ঘটলো কুমিল্লায়। করোনায় মারা যাওয়ার নারীদের মধ্যে ৪ জন সিটি কর্পোরেশন এলাকার, ২ জন বুড়িচং উপজেলার এবং ১ জন আদর্শ সদর উপজেলার বাসিন্দা। শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে কুমিল্লা করোনা সংক্রমণের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় কুমিল্লায় মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। এর মধ্যে ১৪৩ জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ২৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৪৯ জন। প্রাণ হারিয়েছেন ৫৮৭ জন।
জানা যায়, শনিবরা ১৭ জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ ল্যাবে ৭১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ১৪৩ জন কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরে ১৬ জন, সদর দক্ষিণে দুইজন, বুড়িচংয়ে আটজন, ব্রাহ্মণপাড়ায় দুইজন, চান্দিনায় ৩৩, চৌদ্দগ্রামে আটজন, দেবিদ্বারে ২৭, দাউদকান্দিতে একজন, লাকসামে একজন, লালমাইয়ে একজন, নাঙ্গলকোটে ছয়জন, বরুড়ায় তিনজন, মনোহরগঞ্জে একজন, মুরাদনগরে ২৯, তিতাসে একজন ও হোমনায় এক জন শনাক্ত হয়েছেন।
এদিকে আক্রান্ত হয়ে মারা ৭ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় চারজন এবং আদর্শ সদর একজন ও বুড়িচং দুইজন।