হিলি বন্দরে পেঁয়াজ আমদানি বেড়েছে
Published : Monday, 19 July, 2021 at 12:00 AM
ঈদুল আযাহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে।
পেঁয়াজ রফতানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাংলাদেশ সরকার পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেয়ায় স্থলবন্দর দিয়ে আমদানি অব্যাহত রয়েছে।
রোববার (১৮ জুলাই) হিলি স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, বন্দরে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আমদানির পরিমাণ কিছুটা ওঠানামা করছে। সপ্তাহে ৩৫-৪০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। তবে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে।
জানা গেছে, গত মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত পেঁয়াজ আমদানি হয়েছে ২৮ হাজার ৭৪১ মেট্রিক টন। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের এলসি খোলা হয়েছে। ঈদুল আযাহার আগে দেশের বাজারে পেঁয়াজের চাহিদাও রয়েছে। ফলে আমদানি অব্যাহত রয়েছে।
এদিকে, দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়বে না বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা। বর্তমানে পেঁয়াজের যে দাম রয়েছে, সেই দামেই ঈদের সময় কেনাবেচা করা হচ্ছে। সপ্তাহে বন্দর দিয়ে আমদানি কিছুটা বেড়ে গড়ে ৩০-৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি করা হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ প্রকার ভেদে দাম ২৮ থেকে ৩২ টাকার মধ্যেই থাকবে।