ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিধিনিষেধ কার্যকরে দেবিদ্বারে পুলিশের মহড়া ও র‌্যালি অনুষ্ঠিত
শাহীন আলম
Published : Monday, 26 July, 2021 at 6:47 PM
বিধিনিষেধ কার্যকরে দেবিদ্বারে পুলিশের মহড়া ও র‌্যালি অনুষ্ঠিতকুমিল্লার দেবিদ্বারে কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণে জনগণকে বিধিনিষেধ মানাতে কঠোর লকডাউন কার্যক্রম বাস্তবায়নের জন্য পুলিশের বিশেষ মহড়া ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মহড়াটি থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে জাফরগঞ্জ বাজার হয়ে পুনরায় থানায় এসে শেষ হয়। 

সোমবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহাম্মেদ (পিপিএম বার)’র দিক নির্দেশনায় দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান’র নেতৃত্বে দেবিদ্বার থানা পুলিশের টিম করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে চলমান বিধিনিষেধ কার্যকর করার জন্য বিশেষ পুলিশী মহড়া হয়। থানা পুলিশের এ মহড়ায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান,  দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আমিরুল্লা। 

মহড়া শেষে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্ত্বরে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির পূর্বে জনগণের উদ্দেশ্যে ওসি আরিফুর রহমান বলেন,‘ঘরে থাকুন নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলুন, পুলিশকে সহায়তা করুন’। 

ওসি আরিফুর রহমান এ প্রতিবেদককে বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহাম্মেদ (পিপিএম বার)’র সার্বিক দিকনির্দেশনায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং লকডাউন কার্যকর করতে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে মহড়া ও র‌্যালি করেছি। আমরা এর আগেও থানা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা রকম কর্মসূচী পালন করেছি।