ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মহাসড়কের কুমিল্লায় লকডাউনেও মাইক্রো-সিএনজির দাপট
Published : Monday, 26 July, 2021 at 12:00 AM, Update: 26.07.2021 1:51:57 AM
মহাসড়কের কুমিল্লায় লকডাউনেও মাইক্রো-সিএনজির দাপটরণবীর ঘোষ কিংকর ||
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঈদ পরবর্তী কঠোর লকডাউনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দূরপাল্লার বাসের বিকল্প হিসেবে চলাচল করছে পিকআপ-মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সা। মহাসড়কজুড়ে ওইসব যানবাহনে করে যাত্রীরা ছুটে চলছেন এক স্থান থেকে অন্য স্থানে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশের নিমসার, চান্দিনা ও মাধাইয়া বাস স্টেশন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। লকডাউন বাস্তবায়নে দায়িত্বরত পুলিশের টহল দল এসব স্থানে থামলে কিছুক্ষণের জন্য যানবাহন সরে যায়। পরে পুলিশ চলে যাওয়ার পর আবারও স্টেশনগুলো দখলে নেয় তারা।
লকডাউনের বিধিনিষেধ কিংবা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই যাত্রীদের কেউ কেউ অতিপ্রয়োজনে যাতায়াত করলেও অধিকাংশই ছুটে চলছেন ঈদের দাওয়াতে। আর এ সুযোগে পণ্যবাহী পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সায় দ্বিগুন যাত্রী নিয়ে তিনগুন ভাড়া আদায় করছে চালকরা।
চান্দিনা বাস স্টেশন এলাকায় সিএনজি অটোরিক্সার যাত্রী রুশিয়া বেগম জানান- ‘বোনের বাড়িতে ঈদের দাওয়াতে পরিবার নিয়ে ইলিয়টগঞ্জ যাচ্ছি’। তিনি অনেকটা ক্ষোভ প্রকাশ করেন বলেন- ‘লকডাউনে বাস নাই, জনপ্রতি ২০ টাকা বাস ভাড়ার পরিবর্তে এখন ৬০ টাকা ভাড়ায় সিএনজিতে উঠছি’।
পিকআপ চালক রুবেল মিয়া জানান- ‘আমি ক্যান্টনমেন্ট থেকে দাউদকান্দি পর্যন্ত চালাইতাছি। ঢাকা-নারায়ণগঞ্জের যাত্রীরাই বেশি উঠতাছে’।  লকডাউনে কেন যাত্রী বহন করছেন? এমন প্রশ্নে তিনি জানান- ‘রোডে যাত্রীর অভাব নাই, তাই বাহির হইছি। আমরা না নিলে মাইক্রোবাস-মারুতি তারাও তো নিব’।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) জিয়াউল চৌধুরী জানান- ‘আমরা মহাসড়কের চেকপোস্ট করছি। এছাড়াও আমাদের টহল টিম আছে’। এতো কিছু করার পরও বাস স্টেশনগুলোতে এমন চিত্র কেন? এমন প্রশ্নে তিনি জানান- আমি এখনি টহল টিম পাঠাচ্ছি’।