লাইফ সাপোর্টে থাকা সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো. আলী আশরাফ এর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর পৌঁনে ২টায় অধ্যাপক মো. আলী আশরাফ এমপির একমাত্র তনয় এফবিসিসিআই পরিচালক মুনতাকিম আশরাফ টিটু’র ব্যবহৃত ফোনে ফোন করেন প্রধানমন্ত্রী।
প্রায় ৬ মিনিটের কথোপকথনে অধ্যাপক আলী আশরাফ এমপি’র স্বাস্থ্যের সার্বিক বিষয় জানানে এবং চলমান করোনা ভাইরাসের কারণে উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর সীমাবদ্ধতা সম্পর্কেও আলোচনা করেন। সর্ব শেষে এমপি তনয়কে শান্তনা দিয়ে ধৈর্য্য ধারণের পরামর্শও দেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা এমপি।
এসময় মুনতাকিম আশরাফ টিটু প্রধামন্ত্রী শেখ হাসিনাকে ‘ফুফু’ সম্বোধন করে পিতার জন্য দোয়া চান।
বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এফবিসিসিআই পরিচালক ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।
এর আগে গত ২১ জুলাই দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আলী আশরাফের অবস্থার আরো অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয় চান্দিনা থেকে পাঁচ বার নির্বাচিত প্রবীণ ওই সাংসদকে।
প্রসঙ্গত, অধ্যাপক আলী আশরাফ গলব্লাডারের স্টোন সংক্রান্ত সমস্যায় সমগ্র শরীরে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। গত ৯ জুলাই তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১১ জুলাই থেকে তাঁকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হয়।