কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ডে রোগী বৃদ্ধি ও অক্সিজেন সংকটের বিষয়টি বিবেচনা করে ৩টি ৯.৮ লিটার মেডিকেল অক্সিজেন সিলিন্ডার ও ৩টি ফ্লো মিটারসহ করোনা প্রতিরোধক সামগ্রী সাবান, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার উপহার দিয়েছেন নিউইয়ার্কের শেখ রাসেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী চিকিৎসক ডা.ফেরদৌস খন্দকার। রোববার বেলা ১১টায় ডা. ফেরদৌস খন্দকারের পক্ষ থেকে একদল স্বেচ্ছাসেবী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহম্মদ কবীরের হাতে হস্তান্তর করেন। এ সময় সঙ্গে ছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মঞ্জুর রহমান, ডা. সোহেল রানা (এমওডিসি), স্টোর কিপার এএম মামুনুর রশিদ।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে বর্তমানে ১২জন কোভিট আক্রান্ত রোগী ভর্তি আছেন। দিন দিন রোগীর চাপ বাড়ার কারণে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় প্রবাসী চিকিৎসক ডা.ফেরদৌস খন্দকার এগিয়ে এসেছেন। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহম্মদ কবীর বলেন, অক্সিজেনের স্বল্পতার কথা জানতে পেরে ডা.ফেরদৌস খন্দকার ৩টি ৯.৮লিটার মেডিকেল অক্সিজেন সিলিন্ডার ও ৩টি ফ্লো মিটারসহ বিভিন্ন সরঞ্জাম পাঠিয়েছেন।
নিউইয়ার্কের শেখ রাসেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী চিকিৎসক ডা.ফেরদৌস খন্দকার বলেন, আমি শনিবার সন্ধ্যায় জানতে পেরেছি হাসপাতালে অক্সিজেন সংকট চলছে। পরে ঢাকা থেকে যোগাযোগ করে ওইদিন রাতেই ৩টি বড় অক্সিজেন সিলিন্ডারসহ আনুসাঙ্গিক সরঞ্জাম পাঠিয়েছি। আমি মনে এতে মানুষ কিছুটা হলেও উপকার পাবেন।