কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতী নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে একটি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বালিবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিব হাসান। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার এএসআই মো. আজিজুর রহমানসহ একদল পুলিশ সদস্য। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক পরিচয় দিয়ে গোমতী নদী থেকে সারা বছর বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে আসছে। এসব কারণে নদীর পাড় ভেঙে বেঁড়িবাঁধের কাছে চলে এসেছে। বাঁধের পাশে বাড়িঘরও এখন হুমকির মুখে। নদীতে এসব অত্যাচারের কারণে এক সময়ের ঐতিহ্য বহন করা গোমতী নদী তার ঐতিহ্য হারাতে বসেছে।
ইউএনও রাকিব হাসান জানান, পৌর এলাকার বালিবাড়িতে একটি চক্র গোমতী নদী থেকে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে মাহবুব নামের কথিত এক ব্যক্তি বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিল। খবর পেয়ে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে আকস্মিক অভিযান চালান। অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বালু উত্তোলনকারীরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এসব অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।