ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুলের চিঠি
Published : Sunday, 25 July, 2021 at 8:17 PM
ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুলের চিঠি‘অলিম্পিক লরেল’ পুরস্কারে ভূষিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৫ জুলাই) বিকালে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ইউনূস সেন্টারের একজন দায়িত্বশীলের কাছে লিখিত অভিনন্দনপত্র পৌঁছে দেন। এদিন সন্ধ্যা সাতটার দিকে বাংলা ট্রিবিউনকে শায়রুল কবির  এ তথ্য জানান।

চিঠিতে ড. ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান ‘অলিম্পিক লরেল’-এ ভূষিত হওয়ায় বাংলাদেশের জনগণ, বিএনপি ও আমার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এই অ্যাওয়ার্ড প্রবর্তনের পর আপনি দ্বিতীয় ব্যক্তি, যিনি তা অর্জন করলেন।’’

শায়রুল কবির খান বলেন, ‘আমি রবিবার বিকালে বিএনপি মহাসচিবের অভিনন্দনপত্র পৌঁছে দিয়েছি।’

এদিকে, ড. মুহাম্মদ ইউনূসের পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের জাতীয় মর্যাদাকে বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেএসডি সভাপতি আসম আবদুর রব।

রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রব বলেন, ‘‘অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘অলিম্পিক লরেল' প্রাপ্তির বিরল সম্মান আমাদের জাতীয় মর্যাদাকে বৃদ্ধি করবে, বিশ্ববাসীর কাছে মর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ সমাদৃত হবে, যা আমাদের জন্য নিঃসন্দেহে গৌরবজনক।’’