চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে চলমান সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, শাহরাস্তি এর উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ২৬ জুলাই সোমবার উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ।
এসময় সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায়, অযথা ঘর হতে বের হওয়ায় এবং মুখে মাস্ক পরিধান না করায় ২২টি মামলায় ২৩ জনকে ১৩,৭০০/- (তের হাজার সাতশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
সরকার কর্তৃক প্রদত্ত চলমান বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।