ভারতের কাছে টি-টোয়েন্টিতেও হারে শুরু শ্রীলঙ্কার
Published : Tuesday, 27 July, 2021 at 12:00 AM
টি-টোয়েন্টিতেও
ভারতের কাছে পাত্তা পেলো না শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে সফরকারীরা
লঙ্কানদের হারিয়েছে ৩৮ রানের ব্যবধানে। তাতে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে
গেলো ভারত।
এক পর্যায়ে ভারতের ৫ উইকেটে করা ১৬৪ রানের স্কোরকেও
মামুলি মনে হচ্ছিল। ১৪ ওভারে ৪ উইকেটে লঙ্কানরা তুলে ফেলে ১০৪ রান। তখনও
তারা ম্যাচেই ছিল। কিন্তু ১৫তম ওভারে চাহাল মাত্র ৩ রান দিলে ও পরের ওভারে
চাহার অভিষিক্ত চারিথ আসালাঙ্কা (৪৪) ও হাসারাঙ্গাকে ফেরালে ম্যাচের পুরো
নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা। পরের ব্যাটসম্যানরা কাঙ্তি বিগ হিট করতে
পারেননি। এতে করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৩ ওভারেই লঙ্কানদের ইনিংস
শেষ হয় ১২৬ রানে! অভিষিক্ত আসালাঙ্কা ২৬ বলে খেলেছেন ৪৪ রানের ঝড়ো ইনিংস।
এটাই লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ!
লেজ ছেঁটে দিয়ে ও ২২ রানে ৪ উইকেট
নিয়ে ম্যাচসেরা ভুবনেশ্বর কুমার। ২৪ রানে দুটি নেন দীপক চাহার। একটি করে
নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া, অভিষিক্ত বরুণ চক্রবর্তী, যুজবেন্দ্র চাহাল ও
হার্দিক পান্ডিয়া।
এর আগে টস হেরে ভারত ১৬৪ রান সংগ্রহ করে ৫
উইকেটে। এই ম্যাচেও অভিষেক হয়েছে দুজনের- পৃথ্বী শ ও বরুণ চক্রবর্তী।
ওপেনার পৃথ্বী অবশ্য শূন্য রানেই ফিরেছেন। দলের সংগ্রহ বাড়াতে মূল ভূমিকা
ছিল অধিনায়ক শিখর ধাওয়ান ও সূর্যকুমার যাদবের। শিখরের ৩৬ বলে ৪৬ রানের
সঙ্গে ৩৪ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সূর্যকুমার। এছাড়া সানজু স্যামসন
২০ বলে ২৭ রান করেন। ইশান কিষাণ শেষ দিকে ১৪ বলে ২০ রানে অপরাজিত থেকেছেন।
লঙ্কানদের হয়ে ২৪ রানে দুটি উইকেট নেন দুশ্মন্থ চামিরা, ২৮ রান দিয়ে দুটি
নিয়েছেন হাসারাঙ্গাও।