ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অস্ট্রেলিয়া সিরিজে নেই লিটন, মোস্তাফিজকে নিয়ে পরে সিদ্ধান্ত
Published : Tuesday, 27 July, 2021 at 12:00 AM
অস্ট্রেলিয়ার বিপে পাঁচটি টি-টোয়েন্টির সিরিজ খেলা হচ্ছে না লিটন দাসের। জিম্বাবুয়ের বিপে প্রথম টি-টোয়েন্টি চলাকালে ফিল্ডিংয়ের সময় ডানহাতের কব্জিতে চোট পান তিনি।
এর আগেও একবার একই জায়গায় ব্যথা পেয়েছিলেন ডানহাতি ওপেনার। জিম্বাবুয়েতে তার এমআরআই করানো হয়েছিল। রিপোর্টে ভালো কিছু আসেনি। দেশে ফিরে আবার এমআরআই করানো হবে। এজন্য আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাকে রাখা হচ্ছে না। রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির নির্ভরযোগ্য এক সূত্র।
জানা গেছে, লিটনকে বাদ দিয়েই দল সাজাচ্ছেন নির্বাচকরা। দল জিম্বাবুয়ে থেকে ফিরে সরাসরি ঢুকে যাবে জৈব সুরা বলয়ে। লিটন বেরিয়ে যাবেন জৈব সুরা বলয় থেকে। দলের সঙ্গে আছেন মোহাম্মদ মিঠুন। তাকে বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে পায়ের গোড়ালিতে চোট পাওয়া মোস্তাফিজুর রহমানকে নিয়ে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। মোস্তাফিজের বিষয়টি হচ্ছে ‘অবস্থা বুঝে ব্যবস্থা’। তার চোটের একটাই চিকিৎসা- বিশ্রাম। বিশ্রাম পেলে তিনি ঠিক হয়ে যাবেন। এজন্য তাকে নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না দল।
অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টি-টোয়েন্টির আগে মোস্তাফিজের ফিটনেস পরীা হবে। সেখানে ভালো করলে তাকে নেওয়া হবে। যদি ততদিনেও ঠিক না হয় তাহলে অপো করবে। দলের পারফরম্যান্স ভালো থাকলেও তাকে ছাড়াই খেলবে বাংলাদেশ। পারফরম্যান্স ভালো না হলে তাকে নিয়ে পরবর্তীতে পরিকল্পনা সাজাবে দল।
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা নিয়ে জানতে চাইলে হাবিবুল বাশার সুমন বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজে দল ঘোষণা করার কিছু নেই। জৈব সুরা বলয়ে ঢোকার কোনো সুযোগ নেই। ফলে যারা জিম্বাবুয়ে সফর থেকে আসছে তারাই দলে থাকবে। তারপরও আনুষ্ঠানিকভাবে সেই দলটাই ঘোষণা করা হবে।’
দলে তামিম ইকবাল নেই। মুশফিকুর রহিমও খেলার সুযোগ পাচ্ছেন না। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপে অভিজ্ঞতার ঘাটতি থাকবে কি না এমন প্রশ্নের জবাবে হাবিবুল বলেন, ‘দল মাত্র জিম্বাবুয়েতে সিরিজ জিতে আসলো। ভালো খেলার ধারাবাহিকতায় আছে। তামিম, মুশফিক অবশ্যই আমাদের সেরা ক্রিকেটার। তবে তাদের ছাড়াও দলটা জিতেছে। এটা আত্মবিশ্বাস বাড়াবে। আমি নিশ্চিত এখানেও দল ভালো কিছু করবে।’