দেবীদ্বারে এবিএম গোলাম মোস্তফা ‘ফ্রি অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন
Published : Tuesday, 27 July, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
বৈশি^ক মহামারী করোনাকালে পজেটিভ রোগিদের শ^াসকষ্ট লাঘবে সহায়তায় সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের প্যানাল স্পিকার, সংসদ সদস্য, সচিব এবং কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা তার নিজস্ব অর্থায়নে দেবীদ্বারবাসীর জন্য ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন করা হয়েছে।
রোবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উক্ত ফ্রী অক্সিজেন সার্ভিস উদ্বোধনী সভায় সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে এবং সাংবাদিক সাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আ’লীগ নেতা লুৎফর রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন মা’মনি হাসপাতালের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, কোভিড-১৯-পাশে আছি টিম’র সমস্বয়ক কাউছার হায়দার, জেলা কৃষক লীগ নেতা সুজিত পোদ্দার, আ’লীগ নেতা মুকুল ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আলমগীর সরকার, সুনীল চন্দ্র দাশ, মোঃ সুলতান আহমেদ, সাংবাদিক ফজলুল আমিন খান রাসেল, শফিউল আলম রাজীব, আহাম্মেদ হোসাইন, সোহেল রানা প্রমুখ।
বক্তারা জনহিতৈশী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনার এ মহা প্রাদূর্ভাবকালে আমাদের পাশে ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ নিয়ে দাড়িয়েছেন এবিএম গোলাম মোস্তফা। তাকে দেবীদ্বারবাসীর পক্ষ থেকে অভিনন্দন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে মুঠোফোনে এ কার্যক্রমের উদ্যোক্তা এবিএম গোলাম মোস্তফা বলেন, প্রাথমিক পর্যায়ে দেবীদ্বারবাসী করোনা মহামারীকালে অক্সিজেন সংকট নিরসনে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ শুরু করলাম। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়ানো হবে, আমি আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকব।