জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ২৯ জুলাই
Published : Tuesday, 27 July, 2021 at 12:00 AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থবর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (ঈএচঅ) প্রকাশ করা হয়েছে। সোমবার (২৬) বিকাল ৪টায় এই ফলাফল প্রকাশ করা হয়। অনার্স চতুর্থবর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত আবেদন করতে হবে।
ফল প্রকাশের পর সোমবার (২৬ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনার্স চতুর্থবর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে ২১ আগস্ট (শনিবার) রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগামী ২২ আগস্ট রবিবার বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িহঁ.ধপ.নফ) পাওয়া যাবে।