কোভিড সচেতনতায় ৮ দিনের ক্যাম্পেইন সম্পন্ন
Published : Tuesday, 27 July, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার ॥ ‘নিজেকে এবং আপনার প্রিয়জনকে সুরক্ষিত রাখুন’ এ স্লোগানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা যৌথভাবে দেশব্যাপী কোভিড-১৯ বিষয়ে গত ২৩ জুলাই পর্যন্ত ৮ দিনের সচেতনতামূলক ক্যাম্পেইন সম্পন্ন করেছে। উক্ত ক্যাম্পেইনের অংশ হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনে বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (এলআইইউপিসিপি) সিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রমের মধ্যে ছিল, কোভিড-১৯ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ, ভেক্সিনের জন্য রেজিস্ট্রেশন, মাইকিং, ক্যাবল টিভিতে সচেতনতামূলক বার্তা প্রচার, লিফলেট বিতরণ ইত্যাদি। উক্ত ক্যাম্পেইনে সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, সমাজের গণ্যমান্য ব্যক্তি, প্রিণ্ট ও ইলেকট্রনিক ব্যক্তিত্ব, প্রকল্পের সিডিসি ও ক্লাস্টার নেতৃবৃন্দসহ প্রকল্পের কর্মকর্তাগণ সহায়তা করেন।