কুমিল্লার চান্দিনায় এক অসহায় নারীর চিকিৎসা ব্যয় বহন করতে পাশে দাঁড়িয়েছে ‘আলোর দিশারী’ নামে এক সামাজিক সংগঠন।
উপজেলার কেরণখাল গ্রামের বিভিন্ন শ্রেণী পেশায় যুক্ত ৭৮জন ব্যক্তি সামাজিক কর্মকান্ডকে গতিশীল করতে ওই সংগঠনটি করেন। তারা বিভিন্ন সময় সামাজের অবহেলিত, দুস্থদের সহযোগিতা করে আসছেন। সেই ধারাবাহিকতায় ওই গ্রামের এক অসহায় নারীর অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে ওই নারীর বাড়িতে গিয়ে কেরণখাল আলোর দিশারী সংগঠন নামের একটি সামাজিক সংগঠনের সদস্যরা তার চোখ অপারেশনের ব্যয় প্রদান করেন।
সংগঠনের সভাপতি মামুন হাসান জানান- স্বামীহারা ৫৫ বছর বয়সী নারীর ছেলে নেই। দুই মেয়ে বিবাহিত। মানুষের সহযোগিতায় যা পায় তাতেই চলে তার সংসার। সম্প্রতি তার চোখে অপারেশন করা একান্ত জরুরী হয়ে পড়ে। কিন্তু অর্থাভাবে তিনি তা করতে পারছিলেন না। বিষয়টি আমরা জানার পর তার চিকিৎসার ব্যয় আমরা বহন করি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম ইউনুস, সদস্য মো. সোহেল রানা, আব্দুল্লাহ আল মামুন, জামাল হোসাইন, রাকিবুল ইসলাম বাবুল, এম রাশেদ, মাসুদ রানা, শরীফ হোসেন প্রমুখ।