ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাশিয়ার সাফল্যে যুক্তরাষ্ট্র দেখলো অন্য দৃশ্য
Published : Tuesday, 27 July, 2021 at 8:29 PM
রাশিয়ার সাফল্যে যুক্তরাষ্ট্র দেখলো অন্য দৃশ্যজিমন্যাস্টিকসের দলগত ইভেন্টে ‍এক দশকের বেশি সময় ধরে চলছিল যুক্তরাষ্ট্রের মেয়েদের সাফল্য। টোকিও অলিম্পিকে এসে থামলো সেই দাপট। যুক্তরাষ্ট্রের মেয়েদের টপকে দলগত ইভেন্টে সোনা জিতেছে রাশিয়া। রাশিয়ানদের সোনার হাসিতে অবশ্য আছে ভাগ্যের ছোঁয়া। যুক্তরাষ্ট্রের সেরা খেলোয়াড় সিমোনে বাইলস তো খেলতেই পারেননি। চোট সমস্যায় এই স্বর্ণকন্যা সরে দাঁড়ালে সাফল্যের আনন্দে ভেসেছে রাশিয়া।

পাঁচ বছর আগে রিও অলিম্পিকে তাক লাগিয়ে দিয়েছিলেন বাইলস। চারটি সোনা ও একটি ব্রোঞ্জ জিতে নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল জিমন্যাস্ট হিসেবে এবার টোকিওতে নেমেছেন শ্রেষ্ঠত্ব ধরে রাখতে। কিন্তু সেই মিশনের শুরুতেই খেলেন হোঁচট। দলগত ইভেন্টে ভল্ট পর্বে একবার পারফর্ম করেই অ্যারেনা ছাড়তে হয় ২৪ বছর বয়সী জিমন্যাস্টকে।

যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিকস ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, মেডিক্যাল ইস্যুতে দলীয় ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন বাইলস। সেই ‘মেডিক্যাল ইস্যু’ আসলে কী, তা নিশ্চিত করেনি তারা। তবে শোনা যাচ্ছে, প্রথম ভল্ট দেওয়ার সময় পায়ে চোট পেয়েছেন এই স্বর্ণকন্যা।

বাইলস না থাকায় যুক্তরাষ্ট্রও দলগত জিমন্যাস্টিকস জিততে পারেনি। তাদের হারিয়ে সোনা জিতেছে রাশিয়া। সোনা জিততে রাশিয়া স্কোর করেছে ১৬৯.৫২৮ পয়েন্ট। আর রুপা জেতা যুক্তরাষ্ট্রের পয়েন্ট ১৬৬.০৯৬। আর চমক জাগিয়ে ব্রোঞ্জ জেতা ব্রিটেনের স্কোর ১৬৪.০৯৬ পয়েন্ট।