ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লকডাউনের পঞ্চম দিনে ঢাকায় গ্রেপ্তার কমেছে, জরিমানা বেড়েছে
Published : Wednesday, 28 July, 2021 at 12:00 AM
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের পঞ্চম দিনে রাজধানীতে ঢিলেঢালা ভাব দেখা গেলেও ‘অপ্রয়োজনে’ বের হওয়ায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগের দিনের চেয়ে গ্রেপ্তারের সংখ্যা খানিকটা কমলেও জরিমানা আদায় বেড়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মঙ্গলবার এক বার্তায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারের এই তথ্য জানায়।
গ্রেপ্তার ছাড়াও ভ্রাম্যমাণ আদালত ২৩৬ জনের কাছ থেকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা আদায় করেছে বলেও জানানো হয়েছে।
এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছে।
ঈদের পর গত ২৩ জুলাই শুরু হওয়া ১৪ দিনের লকডাউনের পাঁচ দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৯৪ জন।
গত সোমবার ৫৬৬ জনকে গ্রেপ্তার এবং ১৬৪ জনের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছিল পুলিশ। এছাড়া ৪৪৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করে।
গ্রেপ্তার এবং জরিমানা করা প্রায় সবাইকে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের (ডিএমপি অ্যাক্ট) কয়েকটি ধারায় আদালতে পাঠান হয়।
এদিকে র‌্যাব সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনেককেই জরিমানা করেছে।
র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ১৭৬টি টহল এবং ১৮১টি চেকপোস্ট পরিচালনা করে র‌্যাব। এসময় ২০৯ জনকে ২৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা জরিমানা করা হয়।