স্পষ্টভাষী বিলিয়নিয়ার সান তাউকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে চীন। তার বিরুদ্ধে ‘বিবাদে জড়ানো ও উত্তেজনা উসকে’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ৬৭ বছর বয়সি বিলিয়নিয়ার সান তাউ মানবাধিকার এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করেছিলেন। পরে তার বিরুদ্ধে ‘বিবাদে জড়ানো ও উত্তেজনা উসকে’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আনা হয়েছে জমিদখল, সরকারি স্থাপনার হামলার জন্য গণজমায়েত এবং সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ। তাকে ৩.১১ মিলিয়ন ইউয়ান (চার লাখ ৭৮ হাজার ৬৯৭ মার্কিন ডলার) জরিমানা করা হয়।
বেসরকারি পর্যায়ে সানের ‘তাও অ্যাগ্রিকালচারাল অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ডারি গ্রুপ’ কোম্পানি চীনের মধ্যে বৃহত্তম।
জমিসংক্রান্ত ঝামেলার কারণে সানকে ২০২০ সালে তার ২০ আত্মীয় ও ব্যবসায়ী সহযোগীসহ গ্রেফতার করা হয়।
চীন সম্প্রতি দেশটির ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে। ব্যবস্থাপনাসংক্রান্ত ঝামেলার কারণে আলিবাবা, দিদি এবং টেনসেন্টের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে বেইজিং।