ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাতক্ষীরায় উপসর্গে ৬ জনের মৃত্যু
Published : Thursday, 29 July, 2021 at 2:20 PM
সাতক্ষীরায় উপসর্গে ৬ জনের মৃত্যুসাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে পাঁচ নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়াদের মধ্যে রয়েছেন, আশাশুনি উপজেলার রিনা (৩০), কালিগঞ্জ উপজেলার রাবেয়া খাতুন (৭৫), নলতা গ্রামের মর্জিনা খাতুন (৫০), সদরের রত্না অধিকারী (২৮) ও মাসকুরা (৪৫) এবং শ্যামনগর উপজেলার মোস্তাফিজুর রহমান (৫০)।

জয়ন্ত কুমার সরকার বলেন, বুধবার ২৮ জুলাই পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ৫৪৫। জেলায় মোট সুস্থ হয়েছেন চার হাজার ২৭৫। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে এক হাজার ১৮৬ জন।

এদিকে, সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জন করোনা পজিটিভি হয়েছেন। শনাক্তের হার ৩০ দশমিক ১৫শতাংশ।