টোকিও অলিম্পিকে মেয়েদের এককে বাংলাদেশের দিয়া সিদ্দিকী লড়াই করে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। বেলারুশের কারিনা দিওমিনসকায়ার কাছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৬-৫ সেট পয়েন্টে হারতে হয়েছে। নির্ধারিত ৫ সেট ড্র হলে শুটঅফে ১০-৯ পয়েন্টে হার দেখেন দিয়া। তবে উদীয়মান এই আর্চার গেমস থেকে বিদায় নিলেও আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের প্রশংসা ঠিকই পাচ্ছেন।
রোমান সানার মতো দিয়া ১ পয়েন্টর জন্য অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন৷ বিদায় নিয়ে স্বাভাবিকভাবেই নীলফামারীর এই আর্চারের মন খারাপ। টোকিও থেকে জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক অবশ্য তার পারফরম্যান্স নিয়ে ইতিবাচক কথাই শুনিয়েছেন, ‘ম্যাচ হেরে কিছুক্ষণের জন্য দিয়ার মন খারাপ ছিল। তবে পরে বুঝতে পেরেছে ও নিজের কাজটি অসাধারণভাবে করেছে। আমিও ওকে বুঝিয়েছি দুর্দান্ত লড়াই করেছে। শুধু আমি নই, সবাই ওর প্রশংসা করছে। এখানে হতাশ হওয়ার কিছু নেই।'
দিয়ার পারফরম্যান্স সম্পর্কে কোচের মন্তব্য, ‘দিয়া সবটুকুই করেছে, যতোটুকু সে পারে। অসাধারণ এক ম্যাচ খেলেছে। শুটঅফে দিয়া ৯ স্কোর করেছে। আর প্রতিদ্বন্দ্বী করেছে ১০ স্কোর। এক শটে যেকোনও কিছুই হতে পারে।'
অলিম্পিক থেকে বাংলাদেশের বিদায় হলেও হতাশ নন ফ্রেডরিক, ‘রোমান ও দিয়া দুজনেই ভালো করেছে। আরও অনুশীলন ও খেলার সুযোগ পেলে ওরা আরও ভালো করবে।’