রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) প্রতিষ্ঠাকালীন উপাচার্য (ভিসি) প্রফেসর ডা. মাসুম হাবিব (লাট্টু) মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) সহকারী জনসংযোগ কর্মকর্তা কবির আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রফেসর ডা. মাসুম হাবিব ক্যানসার আক্রান্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছিলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৬৫ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রফেসর ডা. মাসুম হাবিব রামেবির প্রতিষ্ঠাকালীন ভিসি ছিলেন। তিনি ২০১৭ সালের ৩০ এপ্রিল ভিসি পদে দায়িত্ব গ্রহণ করেন এবং চলতি বছরের ২৯ এপ্রিল অবসরে যান।