ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রংপুর বিভাগে আরও ৭৪৮ জনের করোনা শনাক্ত
Published : Thursday, 29 July, 2021 at 5:06 PM
রংপুর বিভাগে আরও ৭৪৮ জনের করোনা শনাক্তরংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৭৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রংপুরে ৩ জন, দিনাজপুরে ৩ জন, কুড়িগ্রামে ২ জন, লালমনিরহাট, গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে একজন করে মৃত্যুবরণ করেছেন।

এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮৯৩ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৬৫ জন, রংপুরে ১৯২ জন, ঠাকুরগাঁওয়ে ১৭১, নীলফামারীতে ৬৪, পঞ্চগড়ে ৫৪, লালমনিরহাটে ৫৪, কুড়িগ্রামে ৫১ ও গাইবান্ধায় ৪২ জন মৃত্যু বরণ করেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০৪ জন।
বিভাগে ২ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১৮০ জন, রংপুরে ১৭৬ জন, কুড়িগ্রামে ৮১ জন, ঠাকুরগাঁওয়ে ৮০ জন, পঞ্চগড়ে ৭৭ জন, গাইবান্ধায় ৭০ জন, নীলফামারীতে ৫৯ জন ও লালমনিরহাটে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ২ লাখ ১৩ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করে  ৪২ হাজার ৯৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৬৩ শতাংশ।