ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরাস্তিতে ২শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলেন পুলিশ সুপার
মোঃ জামাল হোসেন
Published : Thursday, 29 July, 2021 at 8:26 PM
শাহরাস্তিতে ২শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলেন পুলিশ সুপারচাঁদপুর জেলা পুলিশের মানবিক সহায়তা পেল শাহরাস্তি উপজেলার দুই শতাধিক পরিবার। ২৯ জুলাই বৃহস্পতিবার ১২ টায় ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন, জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম বার।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সরকার ঘোষিত বর্তমান করোনাকালীন সময়ে লকডাউনে ঘরে থাকা অসহায় ও দুস্থ্যদের জন্য এ খাদ্য সহায়তা। জেলার প্রতিটি উপজেলায় অসহায় জনগনের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। পুলিশ এ মহামারি করোনাকালীন সময়ে জনগনের সঙ্গে রয়েছে। আমরা চেষ্টা করবো জেলার প্রতিটি উপজেলার ৮-১০ হাজার অসহায়, দুস্থ্য পরিবারের মাঝে এ সহায়তা তুলে দেয়ার। এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।
মানবিক সহায়তা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া।
ওই সময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান, থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ কামাল উদ্দিন, মোঃ সোহেল রানা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শোয়েব আখন্দ, মোঃ শাহজালাল শাকিল প্রমুখ।