ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে আটক জামায়াতের ৫ নেতা-কর্মী
Published : Friday, 30 July, 2021 at 12:00 AM, Update: 30.07.2021 12:10:26 AM
চৌদ্দগ্রামে আটক জামায়াতের ৫ নেতা-কর্মী চৌদ্দগ্রাম প্রতিনিধি ||
কুমিল্লার চৌদ্দগ্রামে গোপন বৈঠক থেকে ইউনিয়ন জামায়াতের সভাপতি সেক্রেটারীসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।গত বুধবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের একটি বাড়িতে ওই নেতা কর্মীরা গোপনে বৈঠক করছিল। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শুভরঞ্জন চাকমা। আটককৃতরা হলেন চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে ও ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দিন টিপু,চিওড়া গ্রামের বেপারী বাড়ির জহিরুল হকের ছেলে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী নাজমুল হক বাবর, একই ইউনিয়নের সাঙ্গিশ^র গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ও ধোড়করা ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী ওয়ালী উল্যাহ লিটন,ডিমাতলী গ্রামের মধ্যম পাড়ার সৈয়দ আহাম্মদের ছেলে রফিকুল ইসলাম দুলাল,চরপাড়া গ্রামের হাজী বাড়ির  আবদুল মন্নানের ছেলে শাহনেওয়াজ কাজল।
ওসি শুভরঞ্জন চাকমা গতকাল বৃহস্পতিবার জানান, গোপন বৈঠকের সংবাদ পেয়ে চিওড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দিন টিপুর ডিমাতলী গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়।বৈঠক করা অবস্থা থেকেই জামায়াতের ইউনিয়ন সভাপতি  এবং সেক্রেটারীসহ ৫ নেতাকর্মীকে আটক করা হয়।এসময় আটককৃত নেতাকর্মীদের কাছ থেকে জামায়াতে ইসলামীর লিফলেট ও সহযোগী সদস্য ভর্তি ফরম উদ্ধার করে জব্ধ করা হয়।আটকৃতদের বিরুদ্ধে নাশকতা মূলক কর্মকান্ডের ষড়যন্ত্র করার মামলা শেষ গতকাল কোর্টে চালান করা হয়েছে বলে পুলিশ জানান।