টোকিও অলিম্পিকে আরেকটি স্বর্ণপদক জিতেছেন মার্কিন সাতারু কেটি লেডেকি। নারীদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জিতেছেন ২৪ বছর বয়সী এ অ্যাথলেট। অলিম্পিকে একই ইভেন্টে এটি তার তৃতীয় স্বর্ণপদক। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে কেটি এই ইভেন্টে প্রথম স্বর্ণপদক পান।
টোকিও অলিম্পিকে ৮০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জয় শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কেটি। এনবিসির সাংবাদিক মিশেল তাফোয়া তার অবসর নিয়ে প্রশ্ন করেন। এতে হেসে ফেলেন কেটি লেডেকি। তিনি বলেন, এটা অবশ্যই আমার শেষ সাঁতার ছিল না। আমি ২০২৪ সালের অলিম্পিকেও অংশ নেবো। ২০২৮ এর অলিম্পিকেও হয়তো থাকবো। তবে টোকিওতে এটা আমার শেষ সাঁতার।
যুক্তরাষ্ট্রের তারকা সাতারু কেটি লেডেকি আরও বলেন, আপনি যদি সাঁতারু হিসেবে পরবর্তী অলিম্পিকে খেলতে চান তাহলে আপনাকে পুরোটা সময় সাঁতার অনুশীলন করে যেতে হবে।