ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ইয়াবা, মদসহ চার মাদক ব্যবসায়ী আটক
Published : Sunday, 1 August, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ইয়াবা, ফেন্সিডিল ও দেশি বিভিন্ন ব্রান্ডের মদসহ চার মাদক ব্যবসায়ীকের আটক করোছ র‌্যাব। শনিবার দিবাগত রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় দুটি পৃথক অভিযানেমাদকসহ এই চার মাদক ব্যবসায়ীকের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭১ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিল জাতীয় মাদক), ৩০ বাতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ২৪০ ক্যান ও রেডবুল এনার্জী ড্রিংকস উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লার মহানগরী দ্বিতীয় মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৩৫), নগরীর তেলিকোনা সাহাপাড়া গ্রামের মৃত শিবুরঞ্জন সাহার ছেলে সুমন সাহা (৩৭), নগরীর সুজানগর ২য় মুরাদপুর গ্রামের নজির মিয়ার ছেলে মোঃ রাব্বি মিয়া (২৬) ও নগরীর খামার কৃষ্ণপুর গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী মোছাঃ রাজিয়া বেগম (৫০)।  
কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা, বিদেশী মদ ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের মধ্যে আটক মোঃ মামুন মিয়ার (৩৫) বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।