তানভীর দিপু:
করোনায় প্রাণ হারানো স্ত্রীকে দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সে রাস্তায় এগিয়ে আসলেন করোনা আক্রান্ত স্বামী আবদুর রশিদ। ফিরোজা বেগম আজ রবিবার ভোরে ঢাকায় ধানমন্ডির একটি হাসপাতালে করোনা মৃত্যুবরন করেন আর আবদুর রশিদ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসা নিচ্ছেন। করোনা নিয়ে বাড়ি যেতে পারবেন না জেনে কুমিল্লা নগরীর নবাব বাড়ি এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’ এর মরদেহ গোসল করানোর স্থানে এসে শেষ বারের মত জীবন সঙ্গীকে দেখতে আসেন সদর উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা আবদুর রশিদ। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন পুরো পরিবার। গতকাল নগরীর নবাব বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনার অবতারনা হয়।
বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার কাগজকে জানান, আমাদেরকে ফোনে অনুরোধ করা হয়েছিলো ফিরোজা বেগমের মরদেহ গোসলের জন্য। আমরা যখন নবাব বাড়িতে উনার মরদেহ গোসল সম্পন্ন করি। এরই মধ্যে জানতে পারি ফিরোজা বেগমের স্বামী আবদুর রশিদ বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর মরদেহ শেষবারের মত দেখতে চান। তখনি তাঁর স্বজনদের ফোনে জানতে পারলাম করোনা আক্রান্ত কাউকে গ্রামে যেতে নিষেধ করছে কে বা কারা। যে কারনে আবদুর রশিদ হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সে করেই চলে আসেন। এসময় যে হৃদয়বিদারক পরিবেশ তৈরী হয়- তা বলার মত না।
ইউসুফ মোল্লা টিপু আরো জানান, করোনার কারনে মানুষ মানুষকে কিভাবে এড়িয়ে যায়-অমানবিকতা করে এটা যেমন এই ঘটনায় দেখলাম আবার দেখলাম স্ত্রীর জন্য স্বামীর এমন ভালোবাসা। তবে এসময় আমাদের একজন আরেকজনের পাশে থাকা উচিত।
জানা গেছে, আবদুর রশিদের সন্তানরা তাদের মা’কে শেষ বারের মত দেখাতে বাড়ি নিয়ে যাবার চেষ্টা করলে এলাকার প্রভাবশালীরা তাতে নিষেধ করে। যে কারনে তারা বাধ্য হয়েই আবদুর রশিদকে নবাব বাড়িতে বিবেকের গোসল করানোর স্থানে নিয়ে আসেন।