দাউদকান্দিতে করোনা ইউনিট উদ্বোধন এবং ঘর পরিদর্শন করেন ডিসি
কামরুল হক চৌধুরী
Published : Sunday, 1 August, 2021 at 2:01 PM
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটের উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। রোববার সকালে তিনি ৩০ বেডের এই করোনা ইউনিটটির উদ্বোধন করেন। এর আগে এই হাসপাতালে ১৭ টি বেডে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার ব্যবস্থা ছিলো। দিন দিন করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় আজ নতুন করে এই ৩০টি বেডের ব্যবস্থা করা হলো। এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার(ভূমি) সুকান্ত সাহা, এএসপি (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা এবং ওসি নজরুল ইসলাম প্রমূখ। পরে তিনি গোলাপেরচর গ্রামে গৃহহীনদের জন্য নির্মিত ৫২টি ঘর পরিদর্শন করেন। ঘর নির্মাণে কাজের মান, বাচ্চাদের খেলার মাঠ এবং নতুন নির্মিত ঈদগাহ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি নদীর তীরঘেসা সড়কটি রক্ষার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান এবং উপজেলা প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেন।