ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Published : Monday, 2 August, 2021 at 12:00 AM, Update: 02.08.2021 12:27:44 AM
দাউদকান্দিতে গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসকআলমগীর হোসেন,দাউদকান্দি ||
মুজিবর্ষ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের দাউদকান্দি উপজেলার গোলাপেরচর গ্রামে গৃহহীনদের জন্য নির্মিত ৫২টি ঘর পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। রবিবার তিনি ঘর নির্মাণে কাজের মান, শিশুদের খেলার মাঠ এবং নতুন নির্মিত ঈদগা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নদীর তীরঘেসা সড়কটি রক্ষার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান এবং উপজেলা প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেন। মুজিব বর্ষে শ্রেষ্ঠ এই উপহার সারা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
দাউদকান্দির নির্মিত ঘরগুলো বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মহাপরিচালক বর্তমান ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ইসমাত মাহমুদা, বর্তমান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি, প্রাক্তন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, বর্তমান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান পরিদর্শন শেষে ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেন।
দাউদকান্দিতে মোট ৯২ টি গৃহ নির্মাণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ইলিয়টগঞ্জ ভিকতলা ৯ টি, লক্ষীপুর ৫টি, কলাকোপা ২টি মোহাম্মদপুর নতুন বাজার ২টি, গৌরীপুর আমিরাবাদ ২২ টি এবং দ্বিতীয় পর্যায়ে দাউদকান্দি উত্তর ইউনিয়নে গোলাপেরচর গ্রামে ৫২ টি ঘর নির্মিত হয়।
প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পেয়ে উপকারভোগীরা আনন্দে উল্লসিত হয়েছে। ঘরের নির্মাণ কাজ ক্রটি মুক্ত ও মানসম্মত হওয়ায় তারা মাথা গোঁজার নিরাপদ আশ্রয় পেয়েছেন। উপকারভোগীরা পরিবারের সদস্যসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাস করছেন। উপকারভোগীরা বলেন, ঘর পেয়ে আমরা যে কত খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ওদাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।