ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ৭ মাদক ব্যবসায়ী আটক
Published : Monday, 2 August, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় বিপুল পরিমাণের গাঁজা ও ইয়াবাসহ র‌্যাবের পৃথক অভিযানে নারীসহ সাত মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রবিবার (১ আগস্ট) ভোর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ২৭ কেজি গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে একই উপজেলার ওলইন (পশ্চিমপাড়া) এলাকায় র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পৃথক দুই অভিযানে আটক মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী লামপুর গ্রামের মোঃ ঈসমাইল মিয়ার ছেলে মোঃ শামিম (৩০), সিলেট জেলার মোংলা বাজার উপজেলার গুটাটিকর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে আলমগীর আহম্মদ (২৬), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পুংকারা গ্রামের মোঃ আব্দুল কুদ্দুছের ছেলে মোঃ দিপু মিয়া (২৬), কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী লামপুর গ্রামের মোঃ ঈসমাইল মিয়ার ছেলে মোঃ হৃদয় (২৩), একই উপজেলার বিষ্ণপুর গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ মোজাম্মেল (২২) এবং নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামের মৃত ঈসমাইল হোসেনের ছেলে মোঃ আরিফুল ইসলাম শিমুল (২৫)।
এছাড়া অন্য পৃথক অভিযানে আটক নারী মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ওলইন (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ ফরিদ মিয়ার মেয়ে আফরোজা আক্তার (১৯)।
কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ সাত মাদক ব্যবসায়ীকের আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত