ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একদিনে আরো ৮ শতাধিক রোগী শনাক্ত কুমিল্লায়
৯ জনের প্রাণহানি
Published : Monday, 2 August, 2021 at 12:00 AM, Update: 02.08.2021 12:28:19 AM
একদিনে আরো ৮ শতাধিক রোগী শনাক্ত কুমিল্লায় মাসুদ আলম।।
আবারও ৮’শ উপর করোনাভাইরাসে আক্রান্ত কুমিল্লা। গত শনিবার হঠাৎ আক্রান্তের সংখ্যা তিনশোতে মেনে আসলেও একদিনের মাথায় আবারও এই আক্রান্তের সংখ্যা ৮’শ ফেরিয়েছে। নতুন করে গত ২৪ ঘন্টায় জেলায় ৮০৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১৬৮জন। এনিয়ে জেলায় ২৯ হাজার ১৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৯১ জন।
এছাড়া, গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেছে আরও ৯জনের। তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং চারজন নারী। এনিয়ে জেলা করোনায় আক্রান্তে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭২৯ জনে।
রবিবার (১ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় নারীসহ তিনজন, বরুড়া, ব্রাহ্মণপাড়া, নাঙ্গলকোট ও চান্দিনায় একজন করে এবং মনোহরগঞ্জে দুই নারী মারা গেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে দুই হাজার ২৬৪টি নমুনা পরীক্ষায় ৮০৬ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৬৪ জনে। আক্রান্তের হার ৩৫ দশমিক ৬শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৬৮ জন, আদর্শ সদরে ১৪ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ে ৫৬ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৭জন, চান্দিনায় ১৩জন, চৌদ্দগ্রামে ১৪জন, দেবিদ্বারে ৪৫ জন, দাউদকান্দিতে ৭৮ জন, লাকসামে ৬৪ জন, লালমাইতে ১৩ জন, নাঙ্গলকোটে ৬২জন, বরুড়ায় ৭০ জন, মনোহরগঞ্জে ৩৬জন, মুরাদনগরে ৭০জন,  মেঘনায় ২১, তিতাসে নয়জন ও হোমনায় ২০জন রয়েছেন।
এদিকে, জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩২৩ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৯১ জন।