
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। সোমবার (২ আগস্ট) ভোর থেকে এ সড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকামুখী লেনে থেমে থেমে চলছে যানবাহন।
পোশাক শ্রমিকদের কাজে ফেরার দুর্ভোগ কমাতে রবিবার (১ আগস্ট) গণপরিবহন চালু করে সরকার। আজও গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে গন্তব্যে ফিরছে মানুষ।
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকামুখী লেনে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এজন্য ঢাকামুখী লেনে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়কে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। কোথাও যানজট নেই। তবে রাতে যানবাহনের প্রচুর চাপ ছিল।