ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইসরাইলকে অত্যাধুনিক ১৮ হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র
Published : Monday, 2 August, 2021 at 2:58 PM
ইসরাইলকে অত্যাধুনিক ১৮ হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্রইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলকে ৩.৮ বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক ১৮টি সিএইচ-৫৩কে মডেলের হেভি-লিফট হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার এ ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স ও আরব নিউজের।

একই সঙ্গে এসব হেলিকপ্টারের স্পেয়ার ইঞ্জিন, নেভিগেশন সিস্টেম, অন্যান্য যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরাইলকে অর্থ ও সমরাস্ত্র দিয়ে সাহায্যকারী প্রধান দেশই হচ্ছে যুক্তরাষ্ট্র।   

ফিলিস্তিনের গাজা ও পশ্চিমতীরে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের কাছে সমরাস্ত্র বিক্রির ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করে যুক্তরাষ্ট্র এসব সামরিক হেলিকপ্টার দিচ্ছে।  

গত মে মাসে গাজায় বেসামরিক এলাকায় বোমাবর্ষণের অভিযোগে সম্প্রতি মার্কিন কংগ্রেসে ৭৩ কোটি ৫০ লাখ ডলারের ইসরাইলের সামরিক সহায়তার বিল আটকে দেন ভেরমন্ট থেকে নির্বাচিত সিনেটর বের্নি স্যান্ডার্স। পরে বাইডেন প্রশাসন ওই বিলটিও অনুমোদন করে।