আওয়ামী লীগ দক্ষিণ কোরিয়া শাখার কেন্দ্রীয় কমিটির নেতারা দেশটিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত আবিদা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। সোমবার দুপুরে নেতারা রাষ্ট্রদূতের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন।
এ সময় দক্ষিণ কোরিয়া কেন্দ্রীয় কমিটির নেতারা বিদায়ী রাষ্ট্রদূত আবিদা ইসলামের নানাবিধ ইতিবাচক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। জাতির জনকের জন্মশতবার্ষিকী ও আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নমূলক ও ব্যবসাবান্ধব বিষয় কোরিয়ান সমাজে যেভাবে রাষ্ট্রদূত তুলে ধরেছেন তা প্রশংসার দাবি রাখে।
বছরব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, সর্বোপরি কোরিয়ায় আটকে পড়াদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা ও দৌড়ঝাপ করছেন তার জন্য আওয়ামী লীগ নেতাদের ধন্যবাদ জানান।
আওয়ামী লীগ নেতারা জানান, মেক্সিকোতে যাওয়ার আগ পর্যন্ত দেশে আটকেপড়া কোরিয়া প্রবাসীদের ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করবেন এমন আশা প্রকাশ করেন নেতারা।
এতে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, দূতাবাস কোরিয়ার সংশ্লিষ্ট দফতরে সবসময় যোগাযোগ রাখছেন এবং একাধিকার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন। করোনার ব্যাপকতার কারণে কয়েকজন সৌজন্য দেখা করার সুযোগ পান এমনটি জানান আওয়ামী লীগ নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন- সংঠনটির সভাপতি মেক্সিন চৌধুরী, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা জসীম উদ্দীন।