গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে আলম হোসেন (৬০) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।সোমবার (০২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের কালিবাড়ী এলাকার একটি পরিত্যক্ত খাদ্য গুদামের বারান্দায় আত্মহত্যা করেন তিনি।
আলম হোসেন একই গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কাওরাইদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম জানান, আলম হোসেন কাওরাইদ বাজারের ইমরান হোসেনের ভাঙ্গারির দোকানে কাজ করতেন। সম্প্রতি লকডাউনে দোকান বন্ধ থাকায় তার হাতে কোনও কাজ ছিল না। টাকা-পয়সা না থাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকতো। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে পাশের নুরুল ইসলামের দোকানে চা পান করেন আলম। পরে পরিত্যক্ত খাদ্য গুদামের বারান্দায় গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, আলমের স্ত্রী বাড়ির বাইরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন করে।
এসআই রিপন আলী জানান, ওই বৃদ্ধের শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোনও অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় মেম্বারের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে।