ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনাকালীন সময়ে সক্রিয় এমপি রাজীর কয়েকটি মানবিক টিম
Published : Tuesday, 3 August, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
গত বছরের ২১ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে বরকামতার ইউপি সদস্য মো.শাহ জালাল মারা যাওয়ার পর সংক্রমণ আতঙ্কে পরিবারসহ স্থানীয় সাধারণ লোকজন তাঁর দাফনে এগিয়ে না এলেও এগিয়ে আসেন এমপি রাজী ফখরুলের একটি টিম। তাঁরা লাশের গোসল ও দাফন কাফনের ব্যবস্থা করেন। তখনই গড়ে উঠে স্বেচ্ছাসেবক লীগের ১০১টিম। এরপর এমপি রাজী ফখরুলের নির্দেশে মাঠে নামেন ছাত্রলীগ। শুরু হয় ‘হ্যালো ছাত্রলীগ’ নামে ছাত্রলীগের মানবিক কার্যক্রম। স্বেচ্ছাসেবকলীগের ‘১০১ টিম’ ও হ্যালো ছাত্রলীগের ‘ওরা ৪১ জন’ লাশের, গোসল, দাফন, কাফন, জানাজাসহ সব কার্যক্রম সম্পন্ন করেন। তারা এ পর্যন্ত ১৫০টি লাশের দাফন কাফন সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
এ বছরের জুলাই মাসে কার্যক্রম শুরু করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নামে এমপি রাজীর আরেকটি টিম। তাঁরা ৫১জন সদস্য নিয়ে গড়ে তুলেন ‘হ্যালো স্বেচ্ছাসেবক লীগ’ টিম। তাঁদের হটলাইন নম্বরে ফোন করলে নাম-পরিচয় গোপন রেখে বাড়ি বাড়ি খাদ্য প্ৗেছে দেয়া থেকে শুরু করে বিনামূল্যে অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন তাঁরা। এভাবে পুরো উপজেলায় করোনাকালীন সেবা দিয়ে যাচ্ছেন এমপি রাজী ফখরুলের কয়েকটি টিম।
এদিকে, থেমে নেই এমপি রাজীও। তিনি গত বছরের মে মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি বড় অক্সিজেনসহ মোট ১০শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন করেছেন। এরপর প্রায় অর্ধশত রোগী এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সেখানে আরও ১০জন করোনা আক্রান্ত রোগী বিনামূল্যে সেবা নিচ্ছেন। এছাড়াও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বপাশে মাহবুব প্রাঙ্গনে আরও ৩০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন করেছেন। যা কয়েকদিনের মধ্যে চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হবে। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে করোনায় কর্মহীন হয়ে যাওয়া দেবিদ্বার উপজেলার প্রায় ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান, মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি মেডিকেল টিম পাঠিয়ে তাদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা সামগ্রী (পিপিই) ওষুধ দিয়েছেন।   
তাঁর গঠিত টিমগুলো, লাশ দাফন কাফন, খাদ্য সামগ্রি পৌছে  দেয়া ছাড়াও  আক্রান্তদের বাড়ি বাড়ি মৌসুমি ফল পাঠানো, কৃষকদের ধান কেটে মাড়াই করে বাড়ি পৌছে দেয়া, টেলিমিডিসিন সেবা চালু, সদর এলাকার গুরুত্বপূর্ণস্থানে করোনা প্রতিরোধক বুথ স্থাপনসহ  অক্সিজেন সংকটকালে আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌছে দিচ্ছেন।   
১০১ টিমের প্রধান লিটন সরকার, হ্যালো স্বেচ্ছাসেবকলীগের টিম প্রধান সাদ্দাম হোসেন এবং হ্যালো ছাত্রলীগের টিম প্রধান আবু কাউছার অনিক বলেন, করোনা আক্রান্তদের চিকিৎসা, বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা, মৃতদের লাশ দাফন-কাফন, অসহায় ও লকডাউনে থাকা পরিবারসমূহের বাড়ি বাড়ি খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধাদের বাড়িতে চিকিৎসক টিম প্রেরণ, আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন পৌছে দেয়াসহ নানা মানবিক কাজ করে যাচ্ছি। সংসদ সদস্য রাজী ফখরুল আমাদের টিমে আরও ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সব মিলিয়ে আমরা প্রায় দেড়’শ  অক্সিজেন সিলিন্ডার দিয়ে কাজ করে যাচ্ছি। হটলাইনে যে কেউ  ফোন করলে আক্রান্ত রোগীর বাড়ি প্ৗেছে যাবে।    
এমপি রাজী ফখরুল বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিমগুলোর সেবার  সম্পূর্ণ বিনামূল্যে এ সেবার কার্যক্রম চালু থাকবে। যে কেউ এ সেবা নিতে পারবেন। এছাড়াও পুরাতন আল ইসলাম হাসতালে আরও ৩০শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। সেখানে ২৪ ঘন্টা চিকিৎসক রাখা হবে।